
সাতক্ষীরা-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ শহিদুল আলমকে মনোনয়নের দাবিতে কালিগঞ্জে সোমবার (১০ নভেম্বর’২৫) বিকালে সোনাতনীরাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মিছিলটি উপজেলার ডাকবাংলা মোড় সংলগ্নে বিএনপির কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন তারালী চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আজিজুর রহমান পাড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ইব্রাহিম কবির মিঠু, নলতা ইউনিয়ন বিএনপির সভাপতি কিসমাতুল বারী, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুস সেলিম, মহিলাদলের সভানেত্রী ডলি ইসলাম ও দলটির তৃণমূলের কয়েকজন নেতাকর্মীসহ সোনাতনী ধর্মাম্বলম্বী নেতারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গণমানুষের নেতা ডাক্তার শহিদুল আলমকে সাতক্ষীরা-৩ আসনে মনোনয়ন না দিয়ে অনেক কম জনপ্রিয় একজনকে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে। এটা শুধু দলীয় নেতাকর্মীরা নয়, এ অঞ্চলের মানুষের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেয়ার দাবি জানিয়ে তারা বলেন, সপ্তমদিনের মত আন্দোলন চলছে, মনোনয়নের দাবীতে পরে আন্দোলন আরো বেগবান করা হবে।