
সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির সহ বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার (কবর) জিয়ারত করলেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ‘২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা নবগঠিত কমিটির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ন আহ্বায়ক আবুল হাসান হাদি, যুগ্ন আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ও যুগ্ন আহবায়ক মোঃ আকতারুল জামান, এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও গরিবের ডাক্তার খ্যাতো আলহাজ্ব ডাক্তার মোঃ শহিদুল আলম নবগঠিত সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরার আটটি থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি’র নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের মাজারে ফুলের তোলা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও মাজার জিয়ারত করেন।